শনিবার, ২৫ মে, ২০১৩

সরকারকে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে

রাজধানী ঢাকা নগরীর রাজপথে সভা-সমাবেশ, মিছিল-বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। একজন উচ্চ শিক্ষিত ও দায়িত্ববান মন্ত্রীর কাছ থেকে এমন অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ঘোষণা মোটেই অভিপ্রেত ছিল না। এতে দেশের মানুষ স্তম্ভিত। কেননা, তাদের এটাই জানা, দেশের জরুরি অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা আসতে পারে। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি, যে কারণে সভা-সমাবেশ, মিছিল-বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ হতে পারে।
মানুষের বিস্ময় ও ক্ষুব্ধ হওয়ার কারণ, ঘোষণাটি প্রথাগতভাবে বা নিয়মতান্ত্রিকভাবে স্বরাষ্ট মন্ত্রণালয়ের নয়, এমন কি সরকারের পক্ষ থেকেও নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
রাজপথে সভা-সমাবেশ ইত্যাদি নিষিদ্ধের ঘোষণা নিয়ে বিভিন্ন মহল থেকে অনেক কথার অবতারণা হয়। বেশিরভাগ লোকের দাবি, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার প্রয়োজন ছিল।
এদিকে সরকারের আরেক মন্ত্রী বলেছেন, ত্রাণ কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড. মিজানুর রহমান বলেছেন, সভা-সমাবেশ নিষিদ্ধকরণ যৌক্তিক, তবে দীর্ঘায়িত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘন।
এদিকে ড. শাহদীন মালিক, ড. পিয়াস করীম, অধ্যাপক আসিফ নজরুলসহ বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, সংবিধান বিশেষজ্ঞ ও রাজনীতিক বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী ও অগণতান্ত্রিক। সংবিধানে নাগরিকদের মৌলিক স্বার্থ রক্ষার কথা বলা আছে। ওই মৌলিক স্বার্থের মধ্যে উল্লেখ আছে—সভা-সমাবেশ করার অধিকার নাগরিকের মৌলিক অধিকার।
এ কথা সত্য, গত কয়েক মাস ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা চলে আসছে। হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও, ভাংচুর, আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশের বেপরোয়া অভিযান। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়। জনমনে অস্বস্তি, অশান্তির সৃষ্টি হয়। দেশে অশান্ত পরিস্থিতি বিরাজ করতে থাকে। এসব কাণ্ড কারখানা বন্ধ করে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সরকার এ ধরনের ব্যবস্থা নিতে পারে। তবে, এর জন্য প্রয়োজন ছিল সংবিধান অনুযায়ী এগিয়ে যাওয়া। অর্থাত্ আগে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে তারপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারত। কিন্তু সরকার সে নিয়ম পালন করেনি বলেই ঘোষণাটি নিয়ে এ সমালোচনার ঝড় বইছে।
দেশে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার অন্যতম কারণ নির্বাচন। কেননা, জাতীয় নির্বাচন এগিয়ে আসছে। আগামী বছরের জানুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাদের মতে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে সরকার চাইছে, নির্বাচিত ও ক্ষমতাসীনদের মাধ্যমেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বলার অপেক্ষা রাখে না, নির্বাচন পদ্ধতি নিয়ে এর আগেও অশান্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতি। ওই গোলযোগে ভাংচুর, জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। তখন সর্বসম্মতিক্রমে নির্ধারণ হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েকটি সবার কাছে গ্রহণীয় নির্বাচনও হলো। এমনকি শেখ হাসিনা সরকারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে সরকারে এসেছে। বিস্ময়ের ব্যাপার এই, শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়। আর তারপর থেকেই দেশে রাজনৈতিক অশান্তির সৃষ্টি হয়। ১৮ দলীয় জোট কিছুতেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। সরকারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে না। আওয়ামী লীগ তথা ১৪ দলীয় জোট এবং বিএনপি তথা ১৮ দলীয় জোট এখন বিপরীতমুখী অবস্থানে।
এদিকে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, ছাত্রসমাজ, শিক্ষক সমাজ প্রভৃতি সবার স্পষ্ট অভিমত বর্তমান প্রেক্ষপটে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।
মূল কথা হচ্ছে—সরকারের লাগাতার কিছু কর্মকাণ্ড জনগণের আস্থাহীনতার সুযোগ সৃষ্টি করে। পদ্মা সেতু কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, ডেসটিনি কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারি, কুইক রেন্টাল কেলেঙ্কারি ইত্যাদির কোনো সুরাহা করতে না পারা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ না করা, নিয়মিত গ্যাস সরবরাহ না করা; বিশ্বজিত্ হত্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচার, সর্বশেষ হেফাজতে ইসলামের ব্যাপারে স্পষ্ট কোনো ব্যাখ্যা প্রদান না করা, অন্যদিকে সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ করার উপযুক্ত পদক্ষেপ না নেয়া, নতজানু পররাষ্ট্রনীতি, প্রধান দল আ.লীগের মধ্যে গণতন্ত্রের চর্চা না থাকা, ক্রমান্বয়ে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া, প্রশাসন ও বিচার বিভাগসহ সব ব্যবস্থাকে দলীয়করণ, একনায়ক শাসনব্যবস্থা চালু, ফ্যাসিবাদের নির্লজ্জ প্রকাশ ইত্যাদি আরও অনেক জনগণের জীবনঘনিষ্ঠ সমস্যার যথোপযুক্ত সমাধান না করা এবং বিরোধী দলের ওপর অসাংবিধানিক ও অগণতান্ত্রিক নির্যাতন-মামলা ও গ্রেফতার এবং সংবাদপত্রের কণ্ঠরোধ, কিছু টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে তার উপযুক্ত কারণ না দর্শানো ইত্যাদি কারণে সরকারের ভাবমূর্তি বহুলাংশে ক্ষুণ্ন হয়। সরকারের প্রতি জনগণের আস্থার ঘাটতি দেখা দেয়। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক। জনগণ ধরেই নিয়েছিল এবার তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিদ্যুত্ সমস্যা দূর হবে, গ্যাস-পানি নিয়মিত পাওয়া যাবে। নিত্যপণ্যের মূল্য সাধ্যের মধ্যে থাকবে, দেশে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে, রাজনৈতিক পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল থাকবে, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়ে দেশে কর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশ থেকে দারিদ্র্য দূর হবে। কিন্তু জনগণ দেখল তাদের প্রত্যাশা পূরণ হয়নি। বিগত সোয়া চার বছরে জনগণ বিভিন্ন সমস্যায় জর্জরিতই হয়েছে—সমাধান হয়নি কোনোটারই। জনগণ তাই হতাশ।
এরকম অবস্থায় ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হোক এটা জনগণের মেনে নিতে কষ্ট হচ্ছে। সরকারের উচিত জনগণের মনের ভাবকে উপলব্ধি করা এবং সে মোতাবেক কাজ করা, একনায়কত্ব ও ফ্যাসিবাদ পরিহার করা। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা; তাহলেই সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রয়োজন পড়বে না— রাজনৈতিক হট্টগোলের কোনো সুযোগ সৃষ্টি হবে না। দেশ শান্ত হবে—সবার গ্রহণযোগ্য নির্বাচনও হবে। আমরা আশা করব, সরকারের বোধোদয় হবে। (Mahfoj siddiki)

আব্বুর কষ্ট

আব্বুর কষ্ট আমার আর সহ্য হচ্ছেনা। কেন শুধু শুধু কষ্ট করবে।এখনতো আব্বুর বসে বসে খাওয়ার সময়

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

এক দিন নয় প্রতিদিনই হোক মা দিবস


১২মে ছিল মা দিবস। এ দিনে বিশ্বের সব সন্তানই তার মাকে মনে করে। কিন্তু একটিমাত্র দিনে কি মায়ের ঋণ শোধ হয়। প্রতিটি দিনই তো হওয়া উচিত মায়ের জন্য। এ মা দিবসে বিশ্বের সব মাকে শুভেচ্ছা।
একটি মানুষের প্রথম আশ্রয়ই তার মা। মাকে ঘিরেই কাটে তার শৈশব। সন্তানের বেড়ে ওঠায় মা-ই প্রধান অবলম্বন। মা-ও তার নিজের সব সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলেন। তারপর একদিন সন্তান বড় হয়, প্রতিষ্ঠিত হয়। তত দিনে মায়ের প্রয়োজন হয় সন্তানের সাহায্যের। প্রয়োজন হয় সেবার, আশ্রয়ের। কিন্তু অনেক ক্ষেত্রেই সন্তানেরা মাকে সে সাহায্য-সেবা দিতে পারে না। মা থেকে যায় অবহেলায়।
ঘটনা ১ : সুফিয়া বেগম (৮০)। ১২ সন্তানের গর্বিত মা তিনি। স্বামী শাহেদ আলী ছিলেন সরকারি চাকুরে। ভীষণ কষ্ট করে মা তার সন্তানদের মানুষ করেছেন। লেখাপড়া শিখে সবাই নিজ নিজ অবস্থানে স্টাবলিস্টড। বুড়ো মা গ্রামে একা থাকেন। কালেভদ্রে কারো সময় হলে তবেই তারা বাড়ি যায় মাকে দেখতে। কিন্তু বুড়ো মা কাজের লোকের তত্ত্বাবধানে কোনোরকমে দিনাতিপাত করেন। কথাপ্রসঙ্গে বৃদ্ধা সুফিয়া বেগম বলেন, বড় ছেলে মনু মিঞা জন্মের পর থেকে ভীষণ অসুস্থ থাকে দিনের পর দিন। তার অসুস্থতা চরমে যায়, বাঁচার আশাই ছিল ক্ষীণ; তাই বৃদ্ধ সুফিয়া বেগম কবিরাজের কথায় রাতভর বাঁশঝাড়ের তলায় একপায়ে দাঁড়িয়ে ছিলেন ছেলেকে বাঁচানোর শর্তে। রাতভর না খেয়ে মশার কামড়, ভূতপ্রেতের ভয়ও মাকে টলাতে পারেনি। কী আশ্চর্যের বিষয়! পরদিন থেকে ধীরে ধীরে মনু মিঞা সুস্থ হতে লাগল। এই হচ্ছে স্বার্থত্যাগী দুখিনী মা।
ঘটনা ২ : স্বামীপরিত্যক্তা পরী বেগম একমাত্র সন্তান ফরিদকে নিয়ে বাপের বাড়িতে আশ্রিতার মতো বসবাস করেন। বহু কষ্ট আর ভাই-ভাবীদের অনুগ্রহে  ছেলেকে মানুষ করেন। আশা ছিল ছেলে বড় হলে সব আশা পূরণ হবে। কিন্তু বড় হয়ে ফরিদকে চাকরির অছিলায় মাকে ছেড়ে অনেক দূর শহরে বাস করতে হয়। মাকে সাথে রাখবে সে ধরনের পরিস্থিতি তার নেই। বউ এতে রাগ করে বলে উটকো ঝামেলা। ছেলে বেচারা বউয়ের সাথে পেরে ওঠে না। দুখিনী মা ভাই-ভাবীদের অত্যাচার-অনাচারে একসময়ে অতিষ্ঠ হয়ে ছেলের বাড়িতে চলে আসেন। শুরু হয় শাশুড়ি-বউতে ঝগড়া। এমনই ব্যাপারগুলো যেন প্রতিদিনকার সাধারণ ঘটনা।  ছেলে ফরিদ এতে মাকেই কথা শোনায়। মা নিজের ছেলের এরূপ অবহেলা সহ্য করতে না পেরে একদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে ঘর থেকে বেড়িয়ে যান। পরদিন সকালে বড় রাস্তার মোড়ে পরী বেগমের রক্তাক্ত লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলে তুলে নিয়ে যায়।
ঘটনা ৩ : সাত সন্তানের গর্বিত জননী হাজেরা বেগম। ব্যবসায়ী স্বামীর ঘরে সন্তানদের খুব সাধারণভাবেই মানুষ করেছেন। যার যার মতো সবাই বসবাস করলেও মায়ের খোঁজখবর নেয়া, দেখাশুনা করা সব সন্তানের ছিল নিত্যদিনের রুটিন। তাই মৃত্যুর আগ পর্যন্ত হাজেরা বেগম কোনো দুঃখবোধ মনে পোষণ করেননি। পাকস্থলির ক্যান্সারে হাজেরা বেগমের মৃত্যু হলেও সন্তানদের আদরযতœ মমতায় তার জীবন ছিল ভরপুর। বড় ছেলে আহসান উল্লাহ মজুমদার বুয়েটের প্রফেসর। বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। টাকা-পয়সা, বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করা, মাকে রোগযন্ত্রণা থেকে মুক্ত রাখার জন্য সব রকম উন্নত চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা করেছেন। মেজ মেয়ে শাহীন সারাক্ষণ কাছাকাছি থাকতেন। বাকিরাও দূরদূরান্ত থেকে এসে মাকে দেখে যেতেন; যার যার সাধ্য অনুযায়ী সেবাযতœ করতেন। মা হাসপাতালে থাকলে তার ছয় সন্তানই তাকে পালা করে পাহাড়া দিতেন, সেবাযতœ করতেন। প্রতিমাসেই রক্ত দিতে হতো মাকে। সন্তানেরা তা নিজেরাই ভাগ করে দিতেন। এতে মা সুস্থ থাকতেন। তার পরও হাজেরা খাতুনকে মৃত্যুর কঠিন কারাগার থেকে মুক্ত করতে পারেননি তার সন্তানেরা।
ঘটনা  ৪ : বৃদ্ধা সাহেরা খাতুনের বয়স ৭০ বছর। সাত সন্তানের গর্বিত জননী। তিন ছেলে ও চার মেয়ের সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত। দেশ-বিদেশে সন্তানদের অবস্থান হলেও মাকে তারা খুবই আদরযতেœ রেখেছেন। সাহেরা খাতুনের এত বয়স হওয়া সত্ত্বেও তাকে ততটা বয়স্ক মনে হয় না। এর মূল কারণ ছেলেমেয়েদের যতœাত্মি। সন্তানেরা ছোট থাকতে মা যেমন করে তাদের লালন পালন করেছিলেন, সন্তানেরাও মাকে সেই রকমই করছেন। কখনো সাহেরা খাতুন নিউইর্য়ক, কখনো হিউস্টন, কখনও কানাডা, কখনো জাপান, কখনো বা বাংলাদেশে বসবাস করেন। স্বামী মৃত; তাই সন্তানদের বাসায় যখন যার কাছে থাকতে ইচ্ছে করে তিনি সেখানেই চলে যান। ঘণ্টার পর ঘণ্টা দেশ-বিদেশে আত্মীয়-পরিজনের সাথে ফোনে আলাপ করেন। কোনো ছেলে বা বউ অথবা মেয়েজামাই তাকে বাধা দেয় না। বরং মা কাছে থাকলে তারা খুশি হয়। তিনি এখনো বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ। বর্তমানে তিনি নিউইয়র্ক মেঝ মেয়ের বাসায় বেড়াচ্ছেন।


আঞ্জুমান আরা বেগম

রবিবার, ১২ মে, ২০১৩

আজ মা দিবস

আম্মুর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা...আজ বিশ্ব মা দিবস...আম্মু তুমি বেচে থাকো অন্তত আমি যতোদিন বাচি..যদিও আমার খবর তুমি না নাও

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

চাকুরীতে যোগদান

নতুন চাকুরীতে যোগদান করলাম। জীবনের কিছু ভীন্নতা অনুভব করছি

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

অবরোধ...

হেফাজতে ইসলামের আহুত ৫ মে অবরোধে সরকারকে বুদ্ধীমত্তার পরিচয় দিতে হবে। আমরা দেশে সংঘাত চায়না। একটি সুখী শান্তিবান্ধব বাংলাদেশ চাই