আব্বুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন মামা।
আব্বুর ভগ্নিপতি হলেও মামার সাথে সম্পর্কটা
ছিল বন্ধুর মতো। তাই আব্বু মামার এইভাবে চলে যাওয়াটা স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেনা
রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে থাকায়
আমি জানাযায় উপস্থিত হতে পারিনি। তবে মন্চুর ফকিরের মাজার সংলগ্ন এক দোকানদারের সাথে
কথা বলে জানতে পারলাম…তিনি এই এলাকায় ব্যবসা করেন প্রায় ৩৫ বছর। তিনি ৩৫ বছরে এতো মানুষের
সমাহার দেখেন নি।
সামাজিক,নিরহংকারী,মিতভাষী,সৎ ব্যবসায়ী,পরোপকারী
মামার প্রধান বৈশিষ্ট্য। মামার এই অসময়ে চলে যাওয়ায় আমরা এক অসাধারণ মুরূব্বীকে হারালাম। যা কখনো পূরণ হবার
নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন