রবিবার, ২৬ জুলাই, ২০১৫

আরবি শিক্ষা সঙ্কুচিত হতে যাচ্ছে

আরবি শিক্ষা সঙ্কুচিত হতে যাচ্ছে। মুসলমানেরা আরবি ভাষা দিয়েই আল্লাহ, রাসূল সা:, পরকালকে চিনতে পারছে। বর্তমানে সরকারি আলিয়া মাদরাসায় আরবি দ্বিতীয়পত্রের সিলেবাস সংক্ষেপ করতে করতে মূল নির্যাসই হারিয়ে ফেলছে। আরবি ভাষায় তালিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিচের ক্লাস থেকে শিখতে হয়। অথচ অষ্টম শ্রেণীতে প্রচণ্ড ভুলে ভরা তালিল, তাও আবার অপর্যাপ্ত। অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেয়া হয়েছে। এমন সব বিষয় ঢুকানো হচ্ছে, যা দুর্বোধ্য। 
উপমহাদেশে এমন কোনো প্রসিদ্ধ আলিম নেই যিনি হেদায়তুন্নাহু না পড়েই আলিম হয়েছেন। সে কিতাব বাদ দিয়ে এমন কাওয়াইদ রচিত হচ্ছে যাতে আরবি ভাষার গুরুত্বপূর্ণ অনেক অধ্যায় পরিত্যাগ করা হয়েছে। আর সহজ বিষয়গুলো অহেতুক জটিল করা হয়েছে। আফসোস, মাদরাসায় পড়েও শিক্ষার্থীরা আরবি শিখতে পারছে না। জেনারেল সাবজেক্টের যাঁতাকলে এবং ডিজিটালের নামে শুধু আরবি এড়ড়ফ নুব। পৃথিবীর যেকোনো উন্নত জাতি মাতৃভাষা ছাড়াও চার-পাঁচটি ভাষা শিখে থাকে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে বর্তমানে রচিত নবম শ্রেণীর কাওয়াইদের ভাষাকে সহজবোধ্য করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/33057#sthash.2lc7qQ4t.dpuf collected

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন