তোমায় ভালবেসে আমি সুউচ্চ পর্বত থেকে
গভীর গিরিখাতের তলদেশে নেমে গেছি,
আমি অতি উচ্চ মেঘমালা থেকে বৃষ্টির ন্যায়
শুকনো মরুভূমিতে ঝরে উবে গেছি,
আমি অতিব উচ্চ অট্রালিকা থেকে কুঁড়ে ঘরে পরিনত হয়েছি,
আমি অতি দ্রুত বেগয়মান যান থেকে পায়ে হাঁটা পথচারিতে পরিনত হয়েছি
এইতো আমি, তবুও চলছি, অতিব ধীর গতিতে
আমি মহাবিশ্বে মৃত প্রায় অতি ক্ষুদ্র এক প্রাণ
এইতো জীবন তবুও চলছে, তবুও চলবে
কারণ জীবন থামবার নয়, তাইতো চলছে
আমি আরো চলব, যতদিন না আমার দেহের
চিন চিন করে প্রবাহমান রক্ত প্রবাহ বন্ধ না হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন