মনে কষ্ট রাখতে নেই
তবু সব কষ্ট ভোলা যায়না।
সব কিছু প্রকাশ করতে নেই
তবু কিছু ব্যাপার অপ্রকাশিত রাখা যায়না ।
অব্যক্ত স্মৃতিগুলি মনের মাঝে
ঘুরে বেড়ায় না ভোলা কষ্ট নিয়ে।
সময়ের অপচয় হয়
হৃদয়ের অবক্ষয় হয়।
এসব সময়ের কুশ পুত্তলিকা দাহ করতে পারলে জীবনটা আনন্দের হতে
পারতো ।
সেটি আর হয়ে ওঠেনা
সেসব সময়ের তীব্র ফলা এসে বিধে যায় হৃদয়ের সমতটে ।
নিস্তেজ করে ফেলে সম্ভাবনার ভ্রুণ।
তাই মনে কষ্ট রাখতে নেই
তবু কিছু কষ্ট ভোলা যায় না ।
কষ্ট গুলো ক্ষতি করে বেড়ায় এভাবেই ।
তবু সব কষ্ট ভোলা যায়না।
সব কিছু প্রকাশ করতে নেই
তবু কিছু ব্যাপার অপ্রকাশিত রাখা যায়না ।
অব্যক্ত স্মৃতিগুলি মনের মাঝে
ঘুরে বেড়ায় না ভোলা কষ্ট নিয়ে।
সময়ের অপচয় হয়
হৃদয়ের অবক্ষয় হয়।
এসব সময়ের কুশ পুত্তলিকা দাহ করতে পারলে জীবনটা আনন্দের হতে
পারতো ।
সেটি আর হয়ে ওঠেনা
সেসব সময়ের তীব্র ফলা এসে বিধে যায় হৃদয়ের সমতটে ।
নিস্তেজ করে ফেলে সম্ভাবনার ভ্রুণ।
তাই মনে কষ্ট রাখতে নেই
তবু কিছু কষ্ট ভোলা যায় না ।
কষ্ট গুলো ক্ষতি করে বেড়ায় এভাবেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন