সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বক্কর সও:




আব্বুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন মামা। আব্বুর ভগ্নিপতি হলেও  মামার সাথে সম্পর্কটা ছিল বন্ধুর মতো। তাই আব্বু মামার এইভাবে চলে যাওয়াটা স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেনা

রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে থাকায় আমি জানাযায় উপস্থিত হতে পারিনি। তবে মন্চুর ফকিরের মাজার সংলগ্ন এক দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম…তিনি এই এলাকায় ব্যবসা করেন প্রায় ৩৫ বছর। তিনি ৩৫ বছরে এতো মানুষের সমাহার দেখেন নি।

সামাজিক,নিরহংকারী,মিতভাষী,সৎ ব্যবসায়ী,পরোপকারী মামার প্রধান বৈশিষ্ট্য। মামার এই অসময়ে চলে যাওয়ায় আমরা এক  অসাধারণ মুরূব্বীকে হারালাম। যা কখনো পূরণ হবার নয়।
আল্লাহপাক তাকে জান্নাতবাসী করূন। ডলুবিচিত্রা সম্পাদনা পর্ষদ থেকে তার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি

শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

মাহীর জয়যাত্রা

দর্শকের কাছে মাহিয়া মাহীর অভিষেক সময় মাত্র দশ মাস। এই দশ মাসেই মাহী বর্তমান সময়ের চলচ্চিত্রের সেরা নায়িকায় পরিণত হয়েছেন নিজ মেধার গুণে। জানা গেছে, গেল ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ছবি ‘ভালোবাসা আজকাল’ ব্যবসায়িক বিবেচনায় এক নম্বর স্থানে অবস্থান করছে।
মাহিয়া মাহীকে নিয়ে লিখেছেন অভি মঈনুদ্দীন

 


রাজশাহীর মেয়ে মাহিয়া মাহী কখন যে পুরো বাংলাদেশের সিনেমাপ্রেমীদের প্রিয় নায়িকাতে পরিণত হয়ে গেছেন তা তিনি নিজেই জানেন না। মাহী শুধু এটুকু জানেন, তিনি একের পর এক এই সময়ের ভালো ভালো পরিচালকের নির্দেশনায় কাজ করছেন, সময়ের সেরা নায়কদের বিপরীতে কাজ করছেন। ছবি মুক্তি পেলে দর্শকের রায়ের অপেক্ষা করেন মাহী। এবার ঈদে মাহী সেই রায়ই পেলেন। পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিটি এবার ঈদে মোট ৭১টি হলে মুক্তি পেয়েছে। প্রতিটি হলেই ঈদের দিন থেকে ছিল দর্শকের উপচেপড়া ভিড়। অনেক দর্শকই টিকিট না পেয়ে ঘরে ফিরে গেছেন। প্রত্যেক দর্শকেরই অভিব্যক্তি ছিল এমন যে, তারা নতুন নায়িকা মাহীর কারণেই ছবিটি দেখতে এসেছেন। দর্শক বলছেন শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপির পর অভিনয়সর্বস্ব একজন নায়িকা আমরা মাহীর মাঝেই খুঁজে পেয়েছি। তাই তার ছবি দেখতেই মূলত সিনেমা হলে পরিবার নিয়ে আসা। মাহী অভিনীত প্রথম ছবি শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ মুক্তি পায় গত বছর অক্টোবর মাসে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। এটি দর্শকের কাছে প্রথম ডিজিটাল ছবি হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। মাহী-বাপ্পীর অভিনয় দর্শকের মন কেড়ে নেয়। এরপর মাহী অভিনীত ‘অন্যরকম ভালোবাসা’ ছবিটিও মুক্তি পায়। এই ছবিটি তেমন ব্যবসাসফল না হলেও দর্শকের কাছে নিজের মেধার পরিচয় তুলে ধরতে সক্ষম হন মাহী। তারপর মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি। এতে মাহী পরী চরিত্রে অভিনয় করেছিলেন। ‘মনপুরা’ পরীর পর ‘পোড়ামন’ ছবিতে পরী চরিত্রে অভিনয় করে দীর্ঘদিন পর দর্শককে হলে ফেরান মাহী। ছবিটির গল্প থেকে শুরু করে নির্মাণশৈলী ও গান দর্শকের মন কেড়ে নেয়। মাহীর অভিনয়ে মুগ্ধ হয় দর্শক। আর তখন থেকেই দর্শকের মাঝে তার অভিনীত পরবর্তী ছবি দেখার ব্যাপক আগ্রহ জন্ম নেয়। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পায় মাহী অভিনীত ‘ভালোবাসা আজকাল’ ছবিটি। এই ছবিতে মাহীর বিপরীতে শাকিব খান থাকলেও মূলত নতুন মুখ হিসেবে ছবির সাফল্যে মাহীর পারফরম্যান্স ভালো ভূমিকা রেখেছে বলে জানা যায়। শ্রীপুরের চান্দনা সিনেমা হলে ‘ভালোবাসা আজকাল’ ছবিটি দেখতে আসা দর্শক সুলতান মাহমুদ রিপন বলেন, ‘২০০৯ সালে মনপুরা ছবিটি সর্বশেষ দেখেছিলাম। এরপর দেখেছি মাহী অভিনীত পোড়ামন। আমি তো মাহীর ভক্তই হয়ে গেছি পোড়ামনে তার অসাধারণ অভিনয় দেখে। তাই তার নতুন ছবি ‘ভালোবাসা আজকাল’ দেখতে এসেছি।’ এদিকে মাহীর কারণেই যে ভালোবাসা আজকাল ছবিটি দর্শক বেশি দেখছেন তার প্রমাণ এটাই যে, বদিউল আলম খোকন পরিচালিত শাকিব-অপু অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবিটি দেখতে দর্শক অনাগ্রহ প্রকাশ করছেন। বিশেষত মুটিয়ে যাওয়া অপুকে দর্শক এখন আর দেখতেই চাচ্ছেন না। অন্যদিকে এমএ জলিল অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি দেখতেও দর্শক আগ্রহ প্রকাশ করছেন না অনন্তর ভুল উচ্চারণের কারণে। তাই ঈদে মুক্তিপ্রাপ্ত তিন ছবির হিসাবে মাহী অভিনীত ছবিটিই দর্শক সবচেয়ে বেশি দেখছেন এবং বর্তমান সময়ের সেরা নায়িকা হিসেবে মাহীই শীর্ষস্থানটি দখল করেছেন। এদিকে সারা দেশে ৭১টি হলে মুক্তি পাওয়া মাহী অভিনীত এই ছবিটি গত পাঁচ দিনে আড়াই কোটি টাকারও বেশি ব্যবসা করেছে বলে ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সূত্র থেকে জানা যায়। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এক সপ্তাহেই ছবিটির আয় তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। বালাদেশে ডিজিটাল ছবির প্রবর্তক জাজ মাল্টিমিডিয়ার ছবিই এবার ঈদে সেরা ছবি হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। মাহী প্রসঙ্গে পরিচালক পিএ কাজল বলেন, ‘শাবনূর-মৌসুমীর পর মাহিয়া মাহীই হবেন দর্শকের পছন্দের সেই নায়িকা যার মাঝে দর্শক শাবনূর-মৌসুমীকে খুঁজে পাবেন। মাহী অসাধারণ একজন পারফর্মার, যার প্রমাণ এরই মধ্যে আমার ছবিতে দর্শক পেয়েছেন।’ ছবির ব্যাপক সাফল্যে উচ্ছ্বসিত মাহিয়া মাহী বলেন, ‘ ঈদে এবারই প্রথম আমার অভিনীত কোনো ছবি মুক্তি পেল। সত্যিই ছবিটির এত সফলতা দেখে আমি মুগ্ধ। আমি দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ এ কারণেই যে, তারা আমার অভিনীত ছবি কষ্ট করে হলেও প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করছেন। সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতেও আমি ভালো করতে পারি।’ এর আগে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছবিতে মাহীর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সাইমন। মাহী প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমার মনে হয়েছে মাহী একজন পরিপূর্ণ শিল্পী। তিনি আমার চেয়ে অনেক ভালো অভিনয় জানেন। তার কাছ থেকেও অভিনয় বিষয়ক বেশকিছু টিপস আমি পেয়েছি। একজন বন্ধুবত্সল মানুষ তিনি। তার সাফল্য আমি সবসময়ই কামনা করি।’ মাহীর বেশ কয়েকটি ছবির নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘আমারা তো শুরু থেকেই একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছি। প্রথম থেকেই মাহীকে আমার অনেক সম্ভাবনাময় মনে হয়েছে। দেখা যাচ্ছে, একজন নায়ক হিসেবে আমি যতটা না সফল হতে পেরেছি তার চেয়েও অনেক বেশি সফল মাহী। সত্যিই একজন অভিনেত্রী হিসেবে মাহী অসাধারণ।’ এদিকে মাহী ঈদের আগের দিন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। এই ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। আপাতত মাহী ঈদের ছুটিতেই আছেন। খুব শিগগিরই তিনি শুটিংয়ে ফিরবেন।

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

চট্টগ্রামে আল্লামা শফী : মিসরে গণহত্যাকারীরা পৃথিবীর নিকৃষ্ট হায়েনা ওদের ধ্বংস অনিবার্য

মিসরে মুসলিম ব্রাদারহুডের লাখ লাখ সমর্থকের ওপর সামরিক বাহিনী ভয়াবহ গণহত্যা চালিয়েছে উল্লেখ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ঈমান ও আকিদা রক্ষায় দেশ-বিদেশের তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হেফাজত আমির বলেন, মিসরের রাবেয়া আদাবিয়া স্কয়ার, ইস্কান্দরিয়াসহ শত শত মাইল বিস্তৃত রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত মুসলিম ব্রাদারহুডের লাখ লাখ সমর্থকের ওপর সামরিক বাহিনী তৃতীয় বারের মতো ও সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালিয়েছে।
শুক্রবার ১৬ আগস্ট দুপুর সাড়ে ১২টায় হাটহাজারী পৌরসভার ডালিয়া নূসরাত টাওয়ারস বায়তুল হক জামে মসজিদে জুমার নামাজ উদ্বোধনকালে হেফাজত আমিরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মীর ইদ্রিস।
হেফাজত আমির আরও বলেন, প্রকৃতপক্ষে এই নৃশংস বর্বরতার যথাযথ নিন্দা ও প্রতিবাদ ভাষায় অভিব্যক্ত করা সম্ভব নয়। আমরা মিসরীয় সামরিক বাহিনীর হাতে নিহত বিপুলসংখ্যক শহীদের রুহের মাগফিরাত, প্রশান্তি ও মহান আল্লাহ তায়ালার কাছে তাদের সুমহান মর্যাদাপ্রাপ্তি কামনা করছি।
লিখিত বক্তব্যে আল্লামা শফী বলেন, যারা মুসলমানের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, শত শত মানুষের লাশ পুড়িয়ে ফেলেছে, আশ্রয় নেয়া মুসলিমদের হত্যার উদ্দেশে আল্লাহর ঘর মসজিদ জ্বালিয়ে দিয়েছে, তারা পৃথিবীর নিকৃষ্ট ও জঘন্য হায়েনা। তাদের ধ্বংস ও পতন অনিবার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালিয়া নূসরাত মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিনসহ আলেম-ওলামা, বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক ও স্থানীয়রা। মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচলানা করেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহামেদ দিদার।

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন দুঃখজনক: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা সজীব ওয়াজেদ জয়
জিয়ার জন্মদিন ১৫ আগস্ট পালন করা দুঃখজনক। আজ বৃহস্পতিবার সকাল আটটায় জয় তাঁর ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ তাঁর ফেসবুক পাতায় ইংরেজি ও বাংলা ভাষায় পোস্টে উল্লেখ করেন, ‘এটি সত্যিই দুঃখজনক যে খালেদা জিয়া প্রতিবছর এই দিনে তাঁর জন্মদিন পালন করতে পছন্দ করেন। বিভিন্ন দাপ্তরিক নথিতে তাঁর তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন জন্মদিন আছে, যার কোনোটি পনেরোই আগস্ট নয়। কী ধরনের ব্যক্তি এটি করতে পারেন?’
জয় বলেন, ‘আজ আমি স্মরণ করি আমার পরিবারের সদস্য যাঁদের হত্যা করা হয়েছে; আমার নানা, নানি, মামারা এবং তাঁদের স্ত্রীদের। সবচেয়ে পুরোনো স্মৃতি হলো আমার রাসেল মামাকে জ্বালানোর স্মৃতিটি। তিনি আমার চেয়ে অল্প কয়েক বছরের বড় ছিলেন। আমি তাঁর খেলনা চুরি করে নিতাম এবং দৌড়ে নানির আড়ালে লুকাতাম। তিনি আমার পিছু তাড়া করতেন এবং আমার নানি তাঁকে ধাতান দিতেন, যা তাঁকে কাঁদাত। আমি ছিলাম চার বছর বয়সী আর তিনি ছিলেন ১০ বছরের।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আজ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।