মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

please

please,don't make any bad comment about me till u see or listen my success because u don't know what i m going to do or what i will do
somebody r thinking my decision is meaningless....insallah i will be success

personel openion



wm×vš—nxbZv wKsev fxbœ fxbœ wm×vš— cy‡iv mvRv‡bv RxebUv‡K  aŸsm K‡i †`q| Avwg HK¨gZ †cvlY KiwQbv,Avwg GB m`vmZ¨ K_vwUi we‡ivaxZv KiwQ KviY fxbœ fxbœ wm×vš— Avgv‡K w`‡q‡Q fxbœ fxbœ AwfÁZvi ¯^v`

Love



c„w_ex‡Z fv‡jvevmv ej‡Z †Kvb kã bvB| mevi fv‡jvevmv Av‡eM Ges ¯^v_©‡š^lx| hw` †KD e‡j †m KvD‡K mwZ¨ fvjev‡m ZvÕn‡j Avwg ej‡ev †m wg_¨v ej‡Q A_ev evwo‡q ej‡Q| we‡kl K‡i bvixiv

parents



AveŸy Avi Av¤§y Avi K‡Zvw`b WvK‡Z cvi‡ev Avj­vn fv‡jv Rv‡bb|Z‡e,m¤cÖwZ Zv‡`i †`‡L Lye gvqv n‡jv ,kviixKfv‡e Av‡Mi gv‡Zv fv‡jv bvB,
Av¤§y/AveŸy Avgvi Av‡M †h‡qvbv‡Mv g‡i †Kgb K‡i †`e gvwU †Zvgv‡`i Ke‡i?
ivweŸi nvg ûgv Kvgv iveŸvqvwb mvMxiv

I can't



GB RM‡Z †h me‡P‡q †ewk f~‡j †h‡Z cv‡i †m me‡P‡q †ewk my‡L _v‡K
Avwg f~j‡Z cvwibv ZvB Avwg c„w_exi mePvB‡Z AmyLx gvbyl

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

‘বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ওবামা-মোদী একমত

ভারত সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিষয়ের ওপর অধিকতর গুরুত্বারোপ করে বাংলাদেশ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুনির্দিষ্ট আলোচনা করেছেন। এছাড়া বাংলাদেশ প্রশ্নে শীর্ষ এই দুই নেতার মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ফিল রেইনার। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট দফতরের ফরেন প্রেস সেন্টারে ওবামার ভারত সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান রেইনার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী ছিলেন ফিল রেইনার। বাংলাদেশে গণতন্ত্র সুদৃঢ় করার পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে ইতিহাসের সবচেয়ে বৃহৎ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখেছি, যা বিশ্বে একটি নজির স্থাপন করেছে। সাম্প্রতিক শ্রীলংকায়ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে। ফিল রেইনার বলেন, এটা নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান অবস্থা উত্তেজনাপূর্ণ। এ সফরে দুই নেতা বাংলাদেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার বিষয়ে একমত পোষণ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে এখনো আলোচনা অব্যাহত আছে বলে দাবি করেন রেইনার। ওবামার সম্প্রতি ভারত সফরকে ঐতিহাসিক উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফিল রেইনার বলেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত সূচিত হয়েছে। দ্বিপাক্ষিক বিষয়াদি ছাড়াও আঞ্চলিক স্থিতি ও নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-ভারত একসঙ্গে কাজ করবে বলে সফরকালে উভয় নেতা একমত পোষণ করেছেন বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ফিল রেইনার। amer desh